লিভারপুলের নাটকীয় জয়ের শেষ মুহূর্তের নায়ক ১৬ বছরের কিশোর

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

প্রিমিয়ার লিগে লিভারপুল নাটকীয় এক জয় পেয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় লাভ করেছে আর্নে স্লটের দল। ম্যাচের শেষ মুহূর্তে ১৬ বছর বয়সী রিও এনগুমোহা গোল করে লিভারপুলকে জয় এনে দেন।

নিউক্যাসেলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। তবে ৩৫ মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবেই এগিয়ে যায় লিভারপুল। রায়ান গ্রাভেনবার্শ দূরপাল্লার শটে গোল করে দলকে প্রথম গোল উপহার দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন বিপজ্জনক ট্যাকল করলে, রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল।

বিরতির পর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় হুগো একিতিকে গোল করে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করে দেয়। তখন মনে হচ্ছিল, খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ১০ জন নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৫৭ মিনিটে ব্রুনো গিমারাইস হেডে গোল করে ব্যবধান কমান। এরপর ৮৮ মিনিটে উইল ওসুলা বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার শটে সমতা ফেরান ম্যাগপাইদের।

তবে রোমাঞ্চ তখনও ছিল বাকি। ইনজুরি টাইমের ১০ম মিনিটে বদলি হিসেবে নামা ১৬ বছর বয়সী রিও এনগুমোহা ঠাণ্ডা মাথায় গোল করে জয় নিশ্চিত করেন লিভারপুলের জন্য।

ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট তাই এই কিশোরকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান। তিনি বলেন,‘১৬ বছর বয়সী একজনের এটা দারুণ এক গোল। তার বয়সে এমন দৃঢ় শট খুব কম দেখা যায়। এনগুমোহা ভীষণ আত্মবিশ্বাসী এবং সে প্রমাণ করেছে, গোলটা কোনো কাকতালীয় নয়। এই বয়সে সে একজন দারুণ ফিনিশার হয়ে গেছে।’

অন্যদিকে, নিউক্যাসলের দুর্ভাগ্য যেন এই ম্যাচে পিছু ছাড়ছিল না। গর্ডনের লাল কার্ড ছাড়াও তারা চোটে হারিয়েছে ফাবিয়ান শার, স্যান্ড্রো টোনালি এবং জোয়েলিন্টনকে। এ কারণে কোচ এডি হাওয়ের জন্য সামনে আরও হয়তো কঠিন সময় অপেক্ষা করছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com