এমবাপ্পে–ভিনিসিয়াসের গোলে রিয়ালের টানা দ্বিতীয় জয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

লিগে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের দারুণ পারফরম্যান্সে নতুন মৌসুমে প্রমোশন পাওয়া ওভিয়েদোর মাঠে ৩–০ ব্যবধানে জয় পায় তারা।

গত ম্যাচে ওসাসুনাকে ১–০ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের জয়ের পর, দ্বিতীয় ম্যাচে পরীক্ষা ছিল একটু ভিন্ন। প্রতিপক্ষ অচেনা এবং খেলতে হচ্ছে অচেনা মাঠে। কিন্তু সেই চ্যালেঞ্জও উতরে গেল জাবি আলোনসোর দল।

এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে বসিয়ে রদ্রিগোকে নামানো হয়েছিল। ডান দিকে, আরেকটি বড় চমক ছিল—১৮ বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনো প্রথমবারের মতো রিয়ালের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন গত ম্যাচের ব্রাহিম দিয়াজের বদলে।

প্রথমার্ধে রদ্রিগো ছিলেন উজ্জ্বল। তিনি বারবার ওভিয়েদোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করেছেন। তবে স্বাগতিকেরা পাল্টা আক্রমণে কিছুটা চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি। রিয়াল মাদ্রিদ বল দখলে আধিপত্য প্রতিষ্ঠা করে নিয়মিত চাপ তৈরি করতে থাকে, তবে গোলের সুযোগ পাচ্ছিল না। অবশেষে ৩৭ মিনিটে গোলের খরা কাটে। চুয়ামেনি দারুণ এক ট্যাকলে বল কেড়ে নিয়ে আরদা গুলের কাছে দেন। গুলের কাছে বল পেয়ে এমবাপ্পে এক চমৎকার টার্নের পর নিচু শটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর হয়ে যায় রিয়াল মাদ্রিদ। বেশ কিছু খেলোয়াড়কে ক্লান্ত দেখাচ্ছিল। এই সুযোগে ওভিয়েদো চাপ সৃষ্টি শুরু করে, তবে এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র ম্যাচ শেষ করে দেন। বদলি নেমে ভিনিসিয়াস দুর্দান্ত প্রেসে বল কাড়েন এবং এমবাপ্পে কে পাস দেন। সেখান থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন।

যোগ হওয়া সময়ে ভিনিসিয়াস জুনিয়র একা বল নিয়ে দৌড়ে গিয়ে ওভিয়েদোর ডিফেন্স চিরে দুর্দান্ত শটে গোল করেন এবং রিয়াল মাদ্রিদকে ৩–০ ব্যবধানে জয় এনে দেন।

টানা দুই হার দিয়ে মৌসুম শুরু করা ওভিয়েদো তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ৩০ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ মায়োর্কা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com