জুলাই সনদের বিষয়ে দলীয় মতামত কমিশনে জমা দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদের বিষয়ে দলীয় মতামত ঐকমত্য কমিশনে জমা দেয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনে এ মতামত জমা দেওয়া হয়েছে।

যদিও এর আগে বিএনপির একটি সূত্র জানিয়েছিল, ২১ আগস্ট বিএনপি জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দেবে।

এদিকে জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে। বুধবার (২০ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত জাতীয় জুলাই সনদ-২০২৫-এর চূড়ান্ত খসড়া দেওয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে। তখন ২০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জমা দিতে বলা হয়েছিল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com