শিরোনাম
ভারত-পাকিস্তানের ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভারতে উদ্ধার বাংলাদেশি কিশোরী, জড়িত আন্তঃদেশীয় মানবপাচার চক্র আজ বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার বাতাস ‘সহনীয়’ দেখামাত্র গুলির নির্দেশ : বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার পিআর ইসলামবিরোধী পদ্ধতি: মাওলানা আশরাফুল হক ৪৯৭ জনের বিশাল নিয়োগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে, এসএসসি পাসেই আবেদনের সুযোগ গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত বেড়ে ৬২ হাজার ছুঁই ছুঁই চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫ বিদেশি বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নেপথ্যে কী?

হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা : সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি গত বছরের জুলাই আন্দোলনের সময়কার।

রোববার (১৭ আগস্ট) সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ওই রেকর্ডিংটি প্রকাশ করেন। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অডিওটিতে হাসানুল হক ইনুকে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।” শেখ হাসিনা তখন সম্মতি দিয়ে বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”

কথোপকথনের আরেক পর্যায়ে ইনু অনুরোধ করেন ইন্টারনেট চালু করতে। বলেন, “আমরাও সমস্যা পড়ছি। ইন্টারনেট থাকলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।” জবাবে শেখ হাসিনা বলেন, “কীভাবে চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।”

এছাড়া জামায়াত-শিবির প্রসঙ্গে ইনু বলেন, “তারা আবার এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন।” শেখ হাসিনাও এ বিষয়ে সম্মতি দেন।

এটি ছাড়াও এর আগে শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ফোনালাপ ফাঁস হয়, যা ২০২৪ সালের ১৭ জুলাইয়ের বলে দাবি করা হয়। সেখানেও আন্দোলন দমন ও হল ফাঁকা করে পুলিশি অভিযান নিয়ে কথা হয় বলে জানা যায়।

এই ধারাবাহিক ফাঁস হওয়া অডিওগুলো সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এখন পর্যন্ত এই অডিওগুলোর সত্যতা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com