বিগত বেশ কয়েক বছর ধরে বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রেডমি স্মার্টফোন। সাধারণ মানুষের চাহিদার কথা চিন্তা করে একেবারে সস্তায় দুর্দান্ত সব স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে এই সংস্থা। সম্প্রতি চীনা প্রযুক্তি কোম্পানি শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ব্র্যান্ড নতুন লোগো চালু করেছে। নতুন ব্র্যান্ডিংয়ে উল্লেখযোগ্য হচ্ছে এখন থেকে ‘রেডমি’ বড় হাতের অক্ষরে (REDMI) লেখা থাকবে। খবর গিজমোচায়না।
শাওমি গ্রুপের মোবাইল ফোন বিভাগের প্রেসিডেন্ট লু ওয়েইবিংয়ের মতে, এ পরিবর্তন শুধু নান্দনিকতা নয়। তিনি বলেন, ‘Redmi থেকে নাম পরিবর্তন করে করা হয়েছে REDMI. এর পেছনে অনেক কৌশলগত চিন্তাভাবনা রয়েছে।’ তিনি উল্লেখ করেন, হাই-এন্ড বাজারে আরো উন্নত প্রযুক্তি নিয়ে শাওমির সাফল্য রেডমির বিকাশের সুযোগ উন্মুক্ত করছে। দেখে মনে হচ্ছে, কোম্পানিটি এ পরিবর্তনে প্রস্তুত হচ্ছে।
ওয়েইবিং বলেন, ‘কে’ সিরিজের জায়গা নেবে নতুন ‘টার্বো’ সিরিজ। তবে সিরিজটির ফোন এর পরও বাজারে পাওয়া যাবে এবং নতুন মডেল আসবে। কে৮০ সিরিজ হতে যাচ্ছে এ সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য আপডেট। বাজারে সাব-ব্র্যান্ডগুলোর উচ্চ পারফরম্যান্সের ফ্ল্যাগশিপ মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার জন্য ফোনটির ডিজাইন করা হয়েছে।
রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং তেং থমাস বলেন, ‘এ পরিবর্তনগুলো ঘটছে, কারণ শাওমির ফ্ল্যাগশিপ ফোনগুলো আরো ব্যয়বহুল হয়ে উঠেছে, উচ্চতর দামের পরিসরে চলে যাচ্ছে। বছরের শুরু থেকেই নতুন ব্র্যান্ডিংয়ের প্রডাক্ট লাইনআপে পরিবর্তন আনা হচ্ছে। নতুন কে সিরিজটি চ্যাম্পিয়ন ফ্ল্যাগশিপ হিসেবে জায়গা করে নেবে, বিশেষত প্রো সিরিজ অলরাউন্ডার ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা তৈরি করবে।