এমপি আনার হত্যায় সরাসরি জড়িত আরো দুইজনের খোঁজ পেল ডিবি পুলিশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে জানা গেল নতুন তথ্য। এ হত্যাকাণ্ডে জড়িত আরো দুইজন ভারতে আছে। তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

হারুন অর রশিদ আরো জানান, এ ঘটনায় আমরা অযথা কাউকে ডাকছি না, হয়রানি করছি না। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দিচ্ছি না।

গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনবারের এমপি আনোয়ারুল আজীম আনার। ৮ দিন পর তার খুনের খবর প্রকাশ্যে আসে। হত্যার পর তাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। তবে এখনো মরদেহের সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আনার হত্যাকাণ্ডে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com