আওয়ামী লীগ পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক : গয়েশ্বর

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। স্বাধীনতার ৫২ বছর পর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ। এরা ক্ষমতার স্বার্থে দেশ বিক্রি করে দিতে পারে।

তিনি বলেন, আজকে ব্যাংকে টাকা নেই। এই টাকাতো ইদুর খায়নি। কে খেলো? প্রধানমন্ত্রী এক নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।

রবিবার সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই আন্দোলন ইতিমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। আন্তর্জাতিক মহলও একনায়কতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে। চলমান আন্দোলনের মুষলবৃষ্টিতে ভেসে এই অবৈধ শাসকগোষ্ঠী।

সংগঠনের সাধারন সম্পাদক ফয়েজউল্লাহ ইকবাল এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চের সিনিয়র সভাপতি আবু তালেব, সহ-সভাপতি নোটারী নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল হামিদ মামুন, উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর ইসলাম সায়েম, দক্ষিনের সাধারণ রেজওয়ান মাসুদসহ নেতৃবৃন্দ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com