হবিগঞ্জ : সপ্তম দফায় ডাকা বিএনপির অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুরো ট্রাকটি পুড়ে গেছে। খবর পেয়ে র্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।