নিজস্ব প্রতিবেদক: সায়েদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টার অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মিছিলে উপস্থিত ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়জিদ হোসাইন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, সদস্য আনিছুর রহমান খান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন,রাইসুল ইসলাম, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মামুন সাগর, নাইম সিকদার, আর কে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের নাজমুল হাসান পাপন, ঢাকা কলেজ ছাত্রদলের জহিরুল ইসলাম শুভ, সরকারি পলিটিকনিক কলেজ ছাত্রদলের সাব্বির, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের রাহাত ও মারজান, ফয়সাল,হৃদয়, মাইদুল, আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।