ঢাকা : বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা। তবে বিএনপিসহ আরো সমমনা রাজনৈতিক দল তা প্রত্যাখ্যান করেছে।
তফসিলের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ ও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে-
হবিগঞ্জ
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা কয়েকটি যানবাহনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের টাউন হল রোডে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের ওপর আবারও হামলা করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করতে পুলিশকে তাড়া করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এছাড়া জেলা নির্বাচন অফিসে অন্তত ৭টি ককটেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। বর্তমানে শহরের বিভিন্ন পয়েন্টে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।
নারায়ণগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। এর পরপরই তফসিল প্রত্যাখ্যান করে জেলার বিভিন্ন রাস্তায় মশাল মিছিল ও পথসভা করেছে বিএনপি-জামায়াত এবং তাদের সহযোগী সংগঠন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকায় মশাল মিছিল বের করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। একই সময় ফতুল্লায় তফসিল প্রত্যাখ্যান করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মশাল মিছিল করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এদিকে তফসিল প্রত্যাখ্যান করে সোনারগাঁও উপজেলায় এশিয়ান হাইওয়ে মহাসড়কের নয়াপুরে মশাল মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠন।
এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি মিছিল ও পথসভা করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বগুড়া
জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বগুড়ায় মশালমিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে বগুড়ার পুলিশ সুপারের বাসভবনে ও কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টা ৮ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয়ে ও বাসভবনের দরজায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
এর কিছুক্ষণ পরেই শহরের ঝাউতলা এলাকায় রেললাইনের পাশের রাস্তায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাঙ্গামাটি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বনরুপা বাজার থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, কামাল হোসেন।
এর আগে দেবাশিষ নগর এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। রাঙ্গামাটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলি আহাদ জানান, এ অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে ছাত্রদলের পক্ষ একটি মিছিল বের করা হয়। মিছিলটি স্টেডিয়ামের সামনে পৌঁছালে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আমাদের ৭-৮ জন কর্মী আহত হন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো নাশকতা ঠেকাতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। পুলিশকে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়।