ঢাকা : সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে দেশব্যাপী পঞ্চম ধাপের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বুধবার ফকিরাপুল মোড় থেকে নটরডেম কলেজ রোড পর্যন্ত অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ফকিরাপুল এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, প্রচার-সম্পাদক আব্দুল করিম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মাহমুদুল হক হিমেল, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দীন সুমন, মাহফুজুর রহমান মাহফুজ, সাখাওয়াত হোসেন চয়ন, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহ-ক্রীড়া সম্পাদক : আমানউল্ল্যাহ বিপুল, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম. মুসাব্বির সাফি, সহ-মানবাধিকার সম্পাদক : এডভোকেট মাহাবুব আলম আক্তার, সদস্য মিজানুর রহমান সুমন, নাসিরউদ্দিন শাওন, হাবিবুর রহমান হাবিব, মাসুদ আহমেদ খান, কাওসার সরকার মামুন, শাওকাত আহমাদ,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল-আমিন শুভ, আরমান হোসেন জিয়ন প্রমুখ।