আন্তর্জাতিক ডেস্ক : চলমান গাজা যুদ্ধে যদি ইসরাইল হেরে যায় তাহলে ইসলামী গেরিলাদের পরবর্তী টার্গেট হবে আমেরিকা এবং ইউরোপ বলে মন্তব্য করেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার আমেরিকার ফক্স নিউজ টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে নেতানিয়াহু এই বক্তব্য দেন। উস্কানিমূলক এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তিনি চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি আমেরিকা এবং ইউরোপের সমর্থন অটুট রাখার চেষ্টা করেছেন। এরইমধ্যে আমেরিকা ইউরোপসহ সারা বিশ্বের জনমত ইসরাইলের বিরুদ্ধে চলে গেছে এবং ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে।
ফক্স নিউজের অনুষ্ঠানে নেতানিয়াহু স্বীকার করেন যে, চলমান যুদ্ধে আমেরিকা তাকে সমর্থন দিচ্ছে তবে তিনি যুদ্ধবিরতির আহ্বান আবারও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন এই মুহূর্তে যুদ্ধবিরতি দেয়া মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা।
এই সাক্ষাৎকার অনুষ্ঠানে নেতানিয়েহু দাবি করেন, মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী আরব দেশগুলোর স্বার্থে ইসরাইলকে এই যুদ্ধে বিজয়ী হওয়া উচিত। এছাড়া, পশ্চিমা জগত এমনকি সারা বিশ্বের স্বার্থে ইসরাইলকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই। এ পর্যায়ে আবারও তিনি দাবি করেন, ইসরাইল যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে গাজার যোদ্ধাদের টার্গেট হবে ইউরোপ এবং আমেরিকা। পার্সটুডে