ঢাকা : বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা অবরোধের চতুর্থ দফার দ্বিতীয় দিনে সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিয়া মো: রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, মাহফুজুর রহমান, সহ -ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল , সহশিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, সহ-কুটির শিল্পবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এম মোসাব্বির শাফি,সহ-তথ্য বিষয়ক সম্পাদক পার্থদেব মন্ডল, সহ-সাংগঠনিক সাখাওয়াত হোসেন চয়ন, আরিফুল হক আরিফ, গোলাম ফারক, সদস্য মিজানুর রহমান সুমন,আনোয়ার হোসেন জনি, নাসিরুদ্দিন শাওন,হাবিবুর রহমান হাবিব,হেদায়েত হোসেন, খন্দকার মাহাবুবুর রহমান মাহী, সাইদুর রহমান রয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা আরমান হোসেন জিলন প্রমুখ।