ঢাকা : রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র্যাব। তবে প্রাথমিকভাবে আটককৃতের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, রোববার রাতে উত্তরার পলওয়েল মার্কেটের সামনে গাড়িতে আগুন দেওয়ার সময় সাদা পোশাকে থাকা র্যাব-১-এর সদস্যরা এক ব্যক্তিকে আটক করে। তবে আটক ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ রানা বলেন, আব্দুল্লাহপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি রোববার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে আজ সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত।