ঢাকা: অবরোধের সমর্থনে রাজধানীর শান্তিনগরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ রাসেল, মনির হোসেন মৃধা, যু্গ্ম সম্পাদক দেলোয়ার রিন্টু, মহীউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক দপ্তর সম্পাদক পলাশ সহ থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।