ঢাকা : বিএনপি-জামায়াত তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের অপরাধের বিচার হবে।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে? পুলিশের গায়ে হাত তুলেছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের অপরাধের বিচার হবে।
তিনি আরও বলেন, বিএনপি রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে। তাদের নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে আর কোনো কাজ হবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা (নেতাকর্মী) প্রস্তুত থাকুন। সেমিফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।
এ সময় রোববার দেশের সব মহানগর, জেলা, থানা ও উপজেলায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন তিনি।