ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামের চিত্র পাল্টে দিয়েছেন। এ দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চায়। তারা আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ শেখ হাসিনা জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছেন। শিক্ষার মানোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি- সবকিছুই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।
শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর- এসব কিছুই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই হয়েছে, হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন আসলেই বিএনপি-জামায়াতের তৎপরতা বেড়ে যায়। তারা নির্বাচন বানচাল করতে চায়। বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। কিন্তু দেশের মানুষ তা কখনো হতে দেবে না। এ দেশের জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। উন্নয়নের প্রতি আস্থাশীল। বিএনপি-জামায়াত যদি দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।