ঢাকা : নতুন বেসরকারি উড়োজাহাজ সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ফ্লাইট এটেনডেন্ট পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে সিভি জমা দিতে পারেন।
প্রতিষ্ঠানের নাম- এয়ার অ্যাস্ট্রা
পদের নাম- ফ্লাইট এটেনডেন্ট
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
আবেদন যোগ্যতা
১। কমপক্ষে এইচএসসি বা এ লেভেল পাস।
২। বয়সসীমা ২০-২৫ বছর (ফ্রেশার)
৩। অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর।
৪। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
৫। উচ্চতা অনুসারে ওজন ঠিক থাকতে হবে।
৬। শরীরে কোনো ধরনের ট্যাটো থাকা যাবে না।
৭। সাঁতার জানতে হবে।
৮। জেট বিমানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা সিভি পাঠাতে jobs@airastra.com এই ঠিকানায়।