আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ ও পশ্চিমাদের সহযোগিতায় অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা এখনও অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানকার হাসপাতালগুলোতে নতুন করে কোনো রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
নিহতের সংখ্যা এত বেশি যে, তাদেরকে গণকবর দিতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি হামলায় এ পর্যন্ত দুই হাজার ৮০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে ৫২ শতাংশ শিশু ও নারী। আহত ফিলিস্তিনির সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে। খবর- পার্সটুডের
এখনও এক হাজারের বেশি ফিলিস্তিনির মৃতদেহ বিভিন্ন বিধ্বস্ত ভবন ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ইরানের আল আলম টিভি চ্যানেল জানিয়েছেন। এ ছাড়া ইসরাইলিদের হামলায় এ পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের অভিযানের প্রতিশোধ নিতে গাজায় বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। যেখানে মানুষের সংখ্যা বেশি সেখানেই বেশি বেশি বোমাবর্ষণ করছে তারা। আশ্রয়কেন্দ্র এবং অ্যাম্বলেন্সে বোমা ফেলা হচ্ছে। যারা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ রেখে জাতিগত নিধন অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এদিকে, ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত এক হাজার ৪০০ ইসরাইলি নিহত ও তিন হাজার ইসরাইলি আহত হয়েছে। ইসরাইলি বাহিনী বলছে, তাদের ইতিহাসে এটিই সবচেয়ে সবচেয়ে বড় আঘাত।