‘একদিনে ৩০০ গাজাবাসীকে হত্যা’

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৩০০ জন গাজাবাসী নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ শিশু ও নারী বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার ২০০ জনে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে অন্তত এক হাজার ৩০০ জন।

গতকাল শনিবার (১৫ অক্টোবর) এ দাবি করে সরকারি সংস্থাটি। গত ৫০ বছরের ইতিহাসে হমাসের হামলায় একসঙ্গে এত ইসরায়েলি নিহতের ঘটনা এই প্রথম।

বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে জানায়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৮০০ ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তবে, বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে হামাস জানায়, তারা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে। হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম বলেন, আমাদের কাছে দুটি বিকল্প আছে। হয় এই দখলদারিত্বকে পরাস্ত করব, নতুবা বাড়িতেই প্রাণ দেব। আমরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছি না।

পরে ওই দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এই হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জন। এ ঘটনায় ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে হামাস। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ইতোমধ্যে গাজায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com