আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের আলটিমেটামের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ফরেন পলিসির প্রধান জোসেফ বোরেল বলেন, ইসরায়েলের এমন নির্দেশনায় কোনোভাবে মানা সম্ভব নয়। খবর আলজাজিরার।
তিনি বলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ বাসিন্দাদের গাজা থেকে সরিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব নয়। এটি বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।
শনিবার (১৪ অক্টোবর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জোসেফ বলেন, গাজার মতো পরিস্তিতিতে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে কেবল মানবিক সংকট তৈরি ছাড়া কিছু নয়। তিনি বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের অফিসিয়ালি প্রতিনিধিত্ব করছি। আমি বলছি, এ সময়ের মধ্যে কোনোভাবে এত বিপুল জনগণকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।
এর আগে ইসরায়েলের এমন পদক্ষেপের সমালোচনা করেন নরওয়ে শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জন এগল্যান্ড। তিনি বলেন, গাজার উত্তরাঞ্চল থেকে জোরপূর্বক ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ যুদ্ধাপরাধ।
তিনি বলেন, আন্তর্জাাতিক আইনানুসারে জোরপূর্বক কোনো জনগণকে স্থানান্তর করা যুদ্ধাপরাধের শামিল। ইসরায়েল এমন আলেটিমেটাম দিলেও তারা কখন নিরাপদে ফিরে আসতে পারবে তাও জানানো হয়নি। ইসরায়েলের এমন আদেশকে তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ বলেনও মন্তব্য করেন।