আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে হঠাৎ করেই শনিবার হামলা চালিয়ে বসে ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস। আর এই হামলা চালাতে গত দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল হামাসের যোদ্ধারা। এর প্রশিক্ষণও হয়েছে ইসরায়েলের সীমান্তে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবারের হামলার জন্য হামাস যোদ্ধাদের ছয়টি শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে দুটি শিবির ছিল এরেজ ক্রসিংয়ে, যা গাজা-ইসরায়েলে সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। আরেকটি প্রশিক্ষণ শিবির পাওয়া গেছে যা সীমান্ত থেকে মাত্র ৭২০ মিটার দূরে।
এ নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস জানিয়েছেন, তারা এ ঘটনার তদন্ত করবে।
ইসরায়েলের এ কর্মকর্তা বলেন, ‘হামাসের এ প্রশিক্ষণ শিবির নতুন কিছ নয়। এর আগে তাদের বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছি আমরা।’
কনরিকাস সিএনএনকে বলেন, ‘গত দুই বছর ধরে হামাসের সঙ্গে ইসরায়েলের কোনো উত্তেজনা ছিল না। আর হামাস হয়তো তাদের প্রশিক্ষণ শিবিরগুলোকে বেসামরিক স্থাপনার মতোই তৈরি করেছিল।’
ফিলিস্তিনের সরকারি সংস্থা জানায়, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪০০ জনের বেশি ও ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন।