দেশের মানুষের জন্য নেতাকর্মীদের দুই মাস সেক্রিফাইস করতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বিশ্ব বিবেক আমাদের ও জনগণের পক্ষে আছে। সবাইকে আন্দোলনের সঙ্গে থাকতে হবে। এই দুইটা মাস মানুষের জন্য সেক্রিফাইস করতে হবে। জীবনের বিনিময়ে অধিকার ফিরিয়ে আনব। জয় সুনিশ্চিত।
তিনি বলেন, সরকার মেরে, গুম ও খুন করে কিছু সময়ের জন্য আয়ু বাড়াতে পারে। তবে তাদের টাইম শেষ, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। তাদের বিদায় নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, একটা রেজিম জোর করে দেশ চালাচ্ছে। সেই রেজিমকে দূর করতে হবে। আমাদের আন্দোলন এই রেজিমের বিরুদ্ধে। এটিকে দূর করতে হলে পুরো জাতিকে একত্রিত হতে হবে।
খসরু বলেন, এই সরকার মানুষের অধিকারের কথা বলছে না। তারা ভোট চুরির প্রকল্পের কথা বলছে। এই প্রকল্পের মধ্যে বিচারক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, লুটেরা, রাজনীতিবিদ ও সুবিধাভোগীরা আছে। তারা ভুলে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে শুধু জনগণের ইচ্ছার প্রতিফলনই দেখা গেছে।
তিনি বলেন, দেশে যতবার নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন হয়েছে ততবার জনগণের প্রতিফলন সুন্দর করে উঠে এসেছে। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো সবসময় প্রশ্নবিদ্ধ। এজন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ সরকার দরকার।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধান হলো জনগণের ইচ্ছার প্রতিফলন। সেটার সঙ্গে এই সরকার বেইমানি ও ভাঁওতাবাজি করছে। কেয়ারটেকার সরকারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।