স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের পর আবারও ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে শনিবার (২ সেপ্টেম্বর) দেখা মিলবে এই দুই দলের মহারণ।
এশিয়ান এই দুই জায়ান্টের লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা। তবে ২২ গজে তাদের লড়াই ছাপিয়ে দর্শকদের মধ্যেও প্রভাব দেখা যায়। গ্যালারি ও এর বাইরেও আছড়ে পড়ে বাবর-রোহিতদের রোমাঞ্চ। যদিও রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া ক্রিকেটপাড়ায় এই দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায় না।
এর আগে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৩৪২ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় নেপাল। ফলে ২৩৮ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান। তাই এই ম্যাচ ড্র কিংবা জয়ী হলেই সুপার ফোর নিশ্চিত দ্য গ্রিন ম্যানদের। অন্যদিকে এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামছে ভারত।
গেল সপ্তাহে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বাবর আজমরা। ১১৯ রেটিং নিয়ে তালিকার সবার ওপরে দ্য গ্রিন ম্যানরা। ১১৮ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আর তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৩।
তবে এশিয়ান ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তির লড়াইয়ে হারলেই পাকিস্তানকে রেটিং পয়েন্ট হারাতে হবে। সে ক্ষেত্রে ওয়ানডে রাজত্বও হারাবে পাকিস্তান। দুই পয়েন্ট হারিয়ে তালিকার দুইয়ে নেমে যাবে তারা, আর ১১৮ রেটিং পয়েন্ট শীর্ষস্থানে উঠে যাবে অজিরা।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর ভেতর জয়ের পাল্লাটা ভারী পাকিস্তানেরই। ১৩২ ম্যাচে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচে। বিপরীতে ভারতের অর্জন ৫৫টি জয়। ৪টি ম্যাচে আসেনি কোনো ফল।
যদিও এশিয়া কাপের পরিসংখ্যান বেশ এগিয়ে রাখছে ভারতকে। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। এর ভেতর ৭টিতে জিতেছে ভারত। ৫টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়েছে পাকিস্তানের পক্ষে। ১টি ম্যাচের আসেনি কোনো ফল।
এদিকে ক্যান্ডির পাল্লেকেলের অতীত অভিজ্ঞতাও এগিয়ে রাখছে ভারতকে। লঙ্কান এই ভেন্যুতে এখন পর্যন্ত মোট ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। সবগুলো ম্যাচেই জিতেছে ভারতীয়রা। তবে সবগুলো ম্যাচেই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। শনিবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানকে এই ভেন্যুতে প্রথম সামনা করবে ভারত।
অপরদিকে সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট পাক শিবিরে। পাল্লেকেলেতে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচের ভেতর ৩টিতেই হারতে হয়েছে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের কাছে একবার আর শ্রীলঙ্কার কাছে দুবার পরাস্ত হয়েছে পাকিস্তান। যদিও ২০১৫ বসালের পর পাল্লেকেলেতে আর খেলা হয়নি বাবর আজমদের।