শিরোনাম
টেকসই উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছা ও অভ্যাস পরিবর্তনের ওপর নির্ভরশীল: পরিবেশ উপদেষ্টা শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আশঙ্কাজনক আরও দুইজন নুরুল হকের ওপর হামলায় বিএনপি ও জামায়াতের নিন্দা জেলেদের জন্য ভয়ংকর নাফ নদী— ২৩ দিনে ৬৩ জন জেলেকে অপহরণ কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত নুরের ওপর হামলা: তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের হামলায় আহত নুরুল হক নুর গুম বন্ধে আন্তর্জাতিক আইনে বিচার বাস্তবায়ন বিএনপির অঙ্গীকার: তারেক রহমান

নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।

রুশ বিমানবাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রের তৈরী এফ-১৬ যুদ্ধবিমান দাবি করে আসছিল।

ইউক্রেনের পাইলটরা যাতে এফ-১৬ যুদ্ধবিমান পায়, সেজন্য ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রমে ডেনমার্ক ও নেদারল্যান্ডসও সহায়তা করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তার ড্যানিশ ও ডাচ প্রতিপক্ষদের চিঠির মাধ্যমে বলেছেন যে তারা ইউক্রেনে এফ-১৬ পাঠানোর বিষয়টি অনুমোদন করবেন।

ব্লিনকেন বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের তার দেশকে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি অনুমোদন করেন। তবে এখন পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমান
সরবরাহের সময়সীমা নির্ধারণ করেননি।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, তার দেশ চলতি বছরের মধ্যেই এফ-১৬ যুদ্ধবিমান পাবে বলে আশা করছে।

সূত্র : ডেইলি সাবাহ

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com