নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তে, হাসপাতালে ৬

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এ সময় র‍্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছে ।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টায় ওই স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

আহত চার র‍্যাব সদস্যরা হলেন, ইমতিয়াজ (৪৫), বিল্লাল (৩৮), রায়হান (৩০) ও আনোয়ার (৪০) এবং বাকি দুজন মাদক মামলার আসামি।

জানা গেছে, নেত্রকোণা জেলা থেকে মাদক মামলার দুজন আসামি নিয়ে র‍্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসার সময় কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এ সময় র‍্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

এদিকে আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com