ঢাকা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ব্যাচের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল চূড়ান্তভাবে গ্রহণ করতে একটি প্রোটোকল সই করেছে প্রকল্প কর্তৃপক্ষ।
বুধবার (৯ আগস্ট) সাইবেরিয়ায় রূপপুর প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর ও রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি ডেইরি এ প্রটোকল সাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফ্রেশ ফুয়েল হিসেবে রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্টের কাছ থেকে ইউরেনিয়াম কিনবে বাংলাদেশ।
সাইবেরিয়া থেকে টেলিফোনে রূপপুর প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর বলেন, এই প্রটোকল সই করার উদ্দেশ্য হলো জ্বালানি আসতে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিভিন্ন পর্যায় অতিক্রমের পরেই দেশে আসছে রূপপুরের এ পারমাণবিক জ্বালানি।
ড. মো. শৌকত আকবর আরও জানান, এই জ্বালানি পরিবহন করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অবহিত করতে হয়। সে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। এর ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি পারমাণবিক স্থাপনা হিসেবে উন্নীত হবে। যেখানে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, জ্বালানি হিসেবে প্রথম ব্যাচের পর আরও দুই ব্যাচ ইউরেনিয়াম সাধারণ চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ। প্রথম তিন বছরে আসবে এই তিনটি জ্বালানির ব্যাচ।
সূত্র জানায়, আগামী বছরের মাঝামাঝিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা রয়েছে। একইসাথে বিদ্যুৎ কেন্দ্রের গ্রিডলাইন তৈরি করাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে। সেখানে দুটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রকল্পের নির্মাণ খরচ ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা।