স্পোর্টস ডেস্ক: ফুটবলের নতুন পেলে কিংবা নতুন ম্যারাডোনার আগমনের কথা একসময় বেশ শোনা যেত। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্থানের পর সেই রব অনেকটাই কমে আসে। তবে এখন এসে কৈশোর পেরোনোর তারকাদের মধ্যে পড়ন্ত বেলায় থাকা মেসি কিংবা রোনালদোর ছায়া খোঁজা হচ্ছে। তেমনি বয়সভিত্তিক ফুটবল খেলেই আলোচনায় ভিতোর রকি। ব্রাজিল ফুটবল দলে নতুন এই ত্রাতা ‘নতুন রোনালদো’ হিসেবে পেয়েছেন খ্যাতি। আর নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা জানিয়েছে, ৭ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাব। যার ফি ধরা হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস এই দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েন্সের জার্সিতে খেলছেন রকি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার।
আর তাই তাকে দলে নিতে গত সপ্তাহে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেতিকো পিআরের সঙ্গে এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লা লিগা চ্যাম্পিয়নরা। চুক্তি অনুযায়ী এই ফরোয়ার্ড আগামী গ্রীষ্মে বার্সায় যোগ দেবেন। তার চুক্তির মেয়াদ ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত, এমনটায় জানায় এসপিএন প্রতিবেদনে। এছাড়া রকির রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো! তাতে বার্সায় এই গ্রীষ্মে তৃতীয় চুক্তিবদ্ধ ফুটবলার হলেন রকি।
তবে ব্রাজিলিয়ান তারকা বার্সায় যোগ দেবেন ২০২৪ সালের জানুয়ারিতে অর্থাৎ শীতকালীন দলবদলের মৌসুমে। তার আগ পর্যন্ত বর্তমান ক্লাব পালমেইরাসে থাকবেন ‘নতুন রোনালদো’ খ্যাত এই স্ট্রাইকার। এছাড়া তার চুক্তির শর্তে মোটা অঙ্কের এড অন্স ও পারফরম্যান্স বোনাসের কথা উল্লেখ আছে।
এছাড়া রকি যদি ব্যালন ডি’অর জেতেন তাহলে পালমেইরাস অতিরিক্ত আরও প্রায় ৩০ মিলিয়ন ইউরো পাবে। অপরদিকে তার সঙ্গে চুক্তির অর্থ তিন কিস্তিতে শোধ করবে বার্সেলোনা।