ঢাকা : সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আবেদন করা যাবে ডাকযোগে।
প্রতিষ্ঠানের নাম- ঢাকা বিশ্ববিদ্যালয়
পদের সংখ্যা- ৩টি
কাজের ধরন- পূর্ণকালীন
পদের নাম- সহকারী অধ্যাপক (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)
পদের সংখ্যা- ১টি
আবেদন যোগ্যতা
১। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
২। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ এর ক্ষেত্রে ৫ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।
৩। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও শিক্ষকতায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে ৩টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
৫। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা
১। ২০১৫ এর জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
পদের নাম- লেকচারার (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)
পদের সংখ্যা- ১টি
আবেদন যোগ্যতা
১। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
২। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ এর ক্ষেত্রে ৫ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।
৩। তবে অন্যান্য যোগ্যতা সমান থাকলে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা
১। ২০১৫ এর জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ব্যাংক ড্রাফট সহ ৮ কপি দরখাস্ত রেজিস্ট্রার দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে। দরখাস্তের প্রত্যেক কপিতে সার্টিফিকেট, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আবেদন ফি
৭৫০ টাকা
আবেদনের শেষ তারিখ
৩ অক্টোবর ২০২১