যশোর : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শংকরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাকিল খান সাজুর (২৫)। বৃহস্পতিবার (৬ জুলাই) মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু জানান, বৃহস্পতিবার দুপুরে শাকিল খান সাজু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। শংকরপুর ইউনিয়নর বঙ্গবন্ধু মোড়ে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে।
মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিক এবং যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।সাজুর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। পথে বিকেলে নড়াইলে তার মৃত্যু হয়।
শাকিল খান সাজু শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং শংকরপুর গ্রামের সাইদুল খানের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।