স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তামিম। তিনি বলেন, আমি বেশ ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার এই সিদ্ধান্তে সবাই সম্মান জানাবেন।
এর আগে দলীয় কোনো সংবাদ সম্মেলন নয়, বরং হঠাৎ ব্যক্তিগত উদ্যোগেই হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময়ে পরিবর্তন এনে দুপুর দেড়টায় হওয়ার কথা জানানো হয়। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি সম্পর্কে কিছুই যানা যায়নি তখনো।