ঢাকা: সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে নতুন প্রজন্মের ভাবনা বদলাচ্ছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতি চর্চা করতে হবে।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কপিরাইট ভবন উদ্বোধনের সময় তিনি এমন তাগিদ দেন।
বঙ্গবন্ধুকন্যা তার সরকারি বাসভবন গণভবন থেকে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
অনুষ্ঠানে সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তাদের জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তিরও আহ্বান জানান তিনি।
সরকারপ্রধান বলেন, শুধুমাত্র জেলা পর্যায়ে নয়, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র তৃণমূল পর্যায়েও নিয়ে যেতে হবে।