ইতিহাস গড়েও হেরে গেল ওমান; ছুটছেন উইলিয়ামস, উড়ছে জিম্বাবুয়ে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুন, ২০২৩

নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেও পরাজয় এড়াতে পারল না ওমান। যদিও চোখ রাঙিয়েছে, ভয় দেখিয়েছে, লড়াই করেছে সমানে সমান। বিপরীতে খানিকটা পিছিয়ে গেলেও অভিজ্ঞতায় ভর করে ফিরে আসে জিম্বাবুয়ে, টানা ছয় জয় আফ্রিকান দলটার। জয়রথ থামছেই না তাদের।

বৃহস্পতিবার বুলাওয়েতে বাছাই পর্বের সুপার সিক্স রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল ওমান। যেখানে আগে ব্যাট করে শন উইলিয়ামসের শতকে ৭ উইকেটে ৩৩২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। বিপরীতে ৩১৮ রানে থামে ওমানের ইনিংস। খুব কাছে গিয়েও তাই সঙ্গী হয় ১৪ রানের হার।

ওমান যদিও জিততে পারেনি, তবে এই ম্যাচে অনেক কীর্তির সাক্ষী হয়েছে তারা। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ তো বটেই, প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতকের স্বাদও পায় তারা। শতক হাঁকান কেশাপ প্রজাপতি। খেলেন ৯৭ বলে ১০৩ রানের ইনিংস।

প্রজাপতির শতকে ভর করে জয়ের লক্ষ্যে ছুটছিল তারা, হয়ে উঠেছিল জিম্বাবুয়ের হুমকির কারণ। ১৯০ রান তুলে ফেলে তারা মোটে ২ উইকেট হারিয়ে। শেষ ১৫.৩ ওভারে প্রয়োজন ছিল ১৪৩ রান। হাতে ৮ উইকেট। যদিও এই সমীকরণ মেলানো হয়নি ওমানের। শেষ দিকে খেই হারিয়ে ফেলে দল। দ্রুত হারিয়ে ফেলে বেশ কয়েকটি উইকেট।

প্রজাপতির ১০৩ রানের ইনিংস বাদেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ইনিংস ছিল ওমানের। ইলিয়াস সুলেরি ৪৫, অধিনায়ক জিসান মাকসুদ ৩৭ ও আয়ান খান করেন ৪৭ রান। ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাদিম। জিম্বাবুয়ে হয়ে তিনটি করে উইকেট নেন ব্লেসিং মুজরাবানি ও টেন্ডাই চাতারা।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ধীরে-সুস্থে শুরু করলেও ২ রানের মাঝে উভয় ওপেনারকে হারিয়ে খানিকটা ধাক্কা খায় তারা। ৪৮ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ের পরের গল্পটা শুধুই শন উইলিয়ামসের। চলতি বাছাইপর্বের তৃতীয় ও টানা দ্বিতীয় শতক তুলে নেন এই ব্যাটার।

১০২*(৭০), ৯১(৫৮), ২৩(২৬), ১৭৪(১০১) এর পর আজ উইলিয়ামস খেলেন ১০৩ বলে ১৪২ রানের ইনিংস। স্কোরগুলোই বলে দেয় কতটা ছন্দে আছেন তিনি। চলতি বাছাই পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৬ ম্যাচে করেছেন ৫৩২ রান, গড় ১৩৩ আর স্ট্রাইকরেট ১৪৮.৬০।

উইলিয়ামসের এমন দাপুটে শতকে ৩৩২ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে। যদিও এখানে লুক জঙ্গির অপরাজিত ২৮ বলে ৪৩ রান বড় অবদান রাখে। তাছাড়া ৪২ রান আসে সিকান্দার রাজার ব্যাটে। ৭৯ রানে ৪ উইকেট নেন ফায়াজ বাট।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com