ঢাকা : পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় রুবেল (২৫) ও ভ্যানচালক ফরজ আলী (৪৫) নামের দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
আজ (বুধবার, ১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেরার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।