ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল আবাসিক ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজাহান রোডের ২/৬ নং বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টার সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১২টা ২৫ মিনিটে তারা আগুনের খবর পান। এরপর ঘটনাস্থলে ছুটে যায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।
তিনি আরও বলেন, ভবনের প্রায় সবাইকে বের করে আনা হয়েছে। একজনের মরদেহ বের করে আনা হয়েছে, তবে তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
আগুনের সূত্রপাতের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।