আন্তর্জাতিক ডেস্ক : ক্যানারি দ্বীপপুঞ্জ এলাকায় একটি নৌকা ডুবে যাওয়ার পরে ৩৯ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে
মরক্কো ও স্পেনের মধ্যেকার ক্যানারি দ্বীপপুঞ্জ এলাকায় একটি নৌকা ডুবে যাওয়ার পরে ৩৯ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্প্যানিশ অভিবাসী সংস্থা ওয়াকিং বর্ডারস এ তথ্য দিয়েছে।
স্পেনের বার্তা সংস্থা ইএফই-এর মতে, স্প্যানিশ কোস্ট গার্ড এখনও পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নৌযানটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। তারা সবাই শরণার্থী ছিলেন।
ইএফই-এর প্রতিবেদন অনুসারে, মরোক্কান কর্তৃপক্ষ ওই নৌকার ২৪ জন যাত্রীকে উদ্ধার করেছে। যখন উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছিল, তখন কয়েকজন অভিবাসী সাগরে ভাসছিল।
টুইটারে ওয়াকিং বর্ডারসের প্রধান হেলেনা ম্যালেনো গারজন বলেছেন, অভিবাসী বোঝাই নৌকাটি স্পেনের জলসীমায় ১২ ঘণ্টা ধরে সাহায্য চেয়েছিল।
তিনি জানান, ইউরোপ সীমান্তে যেসব ঘটনা সংঘটিত হচ্ছে তা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর শামিল। গ্রিস, ইতালি ও স্পেনের সমুদ্রসীমায় এমনটাই ঘটছে।
ওয়াকিং বর্ডারস জানায়, সন্দেহভাজন মৃতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে। ইএফই জানিয়েছে যে একটি স্প্যানিশ হেলিকপ্টার সমুদ্রে মারা যাওয়া নাবালকের লাশ উদ্ধার করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি