গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জের এক ডোবা থেকে সাদিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার ভাবি রাজিয়া বেগমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সাদিয়ার বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু (৫) সাদিয়া সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বৈরাল কাদেরের চর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
আটক রাজিয়া বেগম একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। নিহত সাদিয়া এবং রাজিয়া সম্পর্কে ননদ-ভাবি।
এসআই মিজানুর রহমান বলেন, সোমবার (১৯ জুন) বিকেলে কাপাশিয়া ইউনিয়নের কাদেরের চর থেকে শিশু সাদিয়া নিখোঁজ হয়। মঙ্গলবার (২০ জুন) দুপুরে সাদিয়ার বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজন হিসেবে নিহত শিশু সাদিয়ার ভাবি রাজিয়া বেগমকে (২১) আটক করা হয়েছে।
শিশু সাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।