কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ভণ্ড পীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৮ জুন) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ভণ্ড পীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।