স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের অলিভার জিরুদ ও কিলিয়ান এমবাপ্পের গোলে জয় পেয়েছে ফ্রান্স। তবে এই দু’জনের গোল বাদেও পুরস্কার হিসেবে একটি গোল পেয়েছে ফরাসি শিবির। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে এমবাপ্পে বাহিনী।
শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত পৌঁনে ১টায় ইউরো চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয় জিব্রাল্টার। ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় ফ্রান্স। খেলার মাত্র তিন মিনিটে গোল করেন জিরুদ।
আর প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পান এমবাপ্পে। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে জিব্রাল্টার স্ট্রাইকার আয়মেন মৌলেহির আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি শিবির। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
এ দিন খেলার শুরু থেকেই আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে ফ্রান্স। তার ফল আসে কিছুক্ষণ পরেই। ফরোয়ার্ড কিংসলে কোম্যানের বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি জিরুদ। আর তাতেই ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।
ম্যাচের প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ডি-বক্সের মধ্যে হাত দিয়ে বল ছুঁয়ে ফেলেন জিব্রাল্টার ডিফেন্ডার রয় চিপোলিনা। তাতে পেনাল্টি পায় ফ্রান্স। সফল কিক থেকে গোল করেন এমবাপ্পে। এরপরে বিরতিতে যায় দুদল।
এরপর বিরতি থেকে ফিরেই আবারও আক্রমণ শুরু করে ফ্রান্স। ম্যাচের ৭৮ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে বল ডিফেন্ড করতে চেয়েছিলেন জিব্রাল্টার স্ট্রাইকার আয়মেন। তবে তার পায়ে বল লেগে সরাসরি নিজেদের জালেই জড়ায়। তাতে একটি গোল উপহার পায় এমবাপ্পের দল। এরপরে আরও কয়েকটি আক্রমণ হলেও ব্যবধান পরিবর্তন হয়নি।