কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব আল হাসান

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক: আজ ১৪ জুন সকালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টডিয়ামে ম্যাচটী শুরু হবে সকাল দশটায়। তবে এ ম্যাচে সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান কে পাবে না টাইগাররা। আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। তবে বিশ্বসেরা এ অলরাউন্ডার কে নিয়ে মিলেছে এক সুখবর। উত্তর আমেরিকার দেশ কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক।

ফ্র্যাঞ্চাইজি লিগের সব থেকে জনপ্রিয় আসর আইপিএল সহ প্রায় সব টি টোয়েন্টি লিগেই খেলেছেন সাকিব। খেলেছেন বিগ ব্যাশ এবং কাউন্টি ক্রিকেটেও। এবার কানাডার লিগেও ডাক পেয়েছেন তিনি। দেশটির ফড়্যাঞ্চাইজি ক্রিকেটের আসর গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে দল পেয়েছেন তিনি। এ লিগের দল মন্ট্রিল টাইগার্স নিলামে তাকে কিনে নিয়েছে।

গতকাল মঙ্গলবার এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে মার্কি ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নিয়েছে মন্ট্রিল টাইগার্স। দেশসেরা অলরাউন্ডার এর সাথে একই দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ও কেকেআরে সাকিবের সাবেক সতীর্থ আন্দ্রে রাসেল।

গতকাল রাতেই গ্লোবাল টি-টোয়েন্টি লিগের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের মন্ট্রিলের হয়ে খেলার কথা নিশ্চিত করা হয়েছে। এ আসরেই সাকিব খেলবেন কিনা তা এখনো নিশ্চিত না হলেও তাকে আগে থেকেই দলে অন্তর্ভুক্ত করে রেখেছে দলটি। সাকিবা ছাড়াও আরও বেশ কিছু তারকা ক্রিকেটার খেলবেন এ লিগে। তাদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সিং, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলি রুশোর মতো তারকা ক্রিকেটাররা।

মোট ৬ টি দল নিয়ে টুর্নামেন্টের এ আসরের খেলা অনুষ্ঠিত হবে। দলগুলো হলো ব্রাম্পটন উলভস, মন্ট্রিল টাইগারস, সারে জাগুয়ার, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কুভার নাইটস, উইনিপেগ হকস। আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে লিগটির যেখানে মোট ম্যাচ হবে ২৫ টি। উল্লেখ্য, এর আগে লঙ্কান প্রিমিয়ার লিগেও দল পেয়েছেন সাকিব। গোল গ্ল্যাডিয়েটরস সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com