কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ চাপায় ছয় ভাই নিহত হওয়ার ঘটনায় চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭)। তিনি পিকআপ চালক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রোববার দুপুরে ছয় ভাই নিহতের ঘটনায় পিকআপচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ শেষে ৯ ভাই-বোন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় রাস্তা পারাপারের অপেক্ষায় ছিলেন। এ সময় পিকআপের চাপায় ৬ সহোদর ভাই নিহত হন। পরে এ ঘটনায় পিকআপচালককে গ্রেপ্তার করা হয়।