ঢাকা : বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।
বৃহস্পতিবার (৮ জুন) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ছয়টি বড় শহরে দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশ সফল কার লক্ষ্যে তিন সংগঠনের দপ্তর ও প্রচার সেলের সাথে বৈঠক করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন তথা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
টুকু বলেন, বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে জবরদখলকারী ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতা দখল করে থাকার জন্য নানা রকম অপচেষ্টা করছে। অন্যদিকে দেশের নব্বইভাগ মানুষ গনতন্ত্রের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করছে। এই কর্তৃত্ববাদী অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য মরন কামড় দিবে, তাই সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
যুবদল সভাপতি বলেন, ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ স্লোগানে এ কর্মসূচি হবে। এটি কোন বিভাগীয় সমাবেশ নয়। প্রায় ৪ কোটি ভোটার গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার করতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় জন্য লড়াই করছি না, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আজকে আমরা মনে করি এ অবস্থায় একটি দেশ চলতে পারেনা।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দপ্তর ও প্রচার সেলের সদস্যদের সাথে কর্মপরিধি ব্রিফ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, সহ-দপ্তর সম্পাদক এড, আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, যুবদলের প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, ছাত্রদলের সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ওমর সানী, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল সহ সেলের অনান্য সদস্য বৃন্দ।