আন্তর্জাতিক ডেস্ক: এয়ার ইন্ডিয়ার একটি বিমান নয়াদিল্লি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে উড়ে যাওয়ার সময় সমস্যায় পড়ে। এর ফলে রাশিয়ার সাইবেরিয়ায় বিমানটি জরুরি অবতরণ করে। এয়ারলাইনটি জানিয়েছে, বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল।
এপির খবরে বলা হয়েছে, বোয়িং ৭৭৭ বিমানটিতে ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু মেম্বার ছিলেন। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার সুদূর পূর্বের সাইবেরিয়ার মাগাদান বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিল। বিমানটির নিরাপত্তা পরীক্ষা চলছে এবং যাত্রীদের সহায়তা দেওয়া হচ্ছে।
এয়ারলাইনটি বুধবার পরে বলেছিল যে বৃহস্পতিবার আটকে পড়া যাত্রীদের সান ফ্রান্সিসকোতে নিয়ে যাওয়ার জন্য একটি বিমান মুম্বাই থেকে মাগাদানে উড়ছিল।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন যে, বিমানটিতে ৫০ জনেরও কম আমেরিকান নাগরিক ছিলেন এবং তাদের মধ্যে কেউ রাশিয়ার মার্কিন দূতাবাস বা অন্যান্য কূটনৈতিক পোস্টে পৌঁছেছেন কি না সেটি জানা যায়নি।
গির্ভান সিং কাহমা (১৬) তার চাচা এবং ভাইয়ের সাথে ফ্লাইটে ভ্রমণ করছিল। সে বলেছে যে, তারা মাগাদানে যে ছাত্রাবাসে অবস্থান করছিল সেখান থেকে তাদের যেতে নিষেধ করা হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেনি।
গির্ভান সিং কাহমা বলে, ‘প্রথম দেড় দিন আমাদের সবার জন্য সত্যিই কঠিন ছিল। আবহাওয়া সকালে ৩ থেকে ৪ ডিগ্রি (সেলসিয়াস) হয়ে গিয়েছিল, এবং রাতে এটি তীব্র ঠান্ডা ছিল। তবে খাবার এবং ঘুমানোর জায়গা ভালো ছিল।’
সে জানায়, রাশিয়ান সৈন্যরা, রাশিয়ান পুলিশ, কর্তৃপক্ষ, হোস্টেলে কর্মরত সবাই আমাদের সাথে অত্যন্ত ভাল আচরণ করছে।’