রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকার শীতলক্ষ্যায় এ ঘটনা ঘটে।
ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক দগ্ধদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পরিদর্শক বলেন, ‘শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস আগুন নেভায়। এ সময় জাহাজে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’