পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

বৃহস্পতিবার (১ জুন) লাহোরে তার বাড়ির বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গ্রেফতারের সময় তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির জিও নিউজকে বলেন, সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতিবিরোধী সংস্থা গ্রেফতার করে। জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়নি। একটি দুর্নীতি মামলায় তার জামিন খারিজ হয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। আজ পালিয়ে যাওয়ার সময় তাকে ধরা হয়।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষের কয়েকজন তার গাড়ির গতি রোধ করে তল্লাশি করতে চেয়েছিলেন। কিন্তু গাড়িতে থাকা লোকজন এতে অস্বীকৃতি জানিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ এ সময় চালকের আসনের দিকে কাচটি ভাঙার চেষ্টা করে। তখন এলাহী গাড়ি থেকে বের হয়ে আসেন।

এলাহীর মুখপাত্র ইকবাল চৌধুরী অভিযোগ করেন, এলাহীকে গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তৃপক্ষ।

তথ্যমন্ত্রীর ভাষ্যমতে, এলাহীকে এখন আদালতে উপস্থাপন করা হবে। এরপর তার আইনজীবী তার সঙ্গে দেখা করতে পারবেন।

এদিকে, এলাহী গ্রেফতার হওয়ার অল্প সময়ের মধ্যেই তার ছেলে মোনিস এলাহী জানিয়েছে, তার বাবা পিটিআইয়েই থাকবেন।

তিনি টুইট করে বলেন, তার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এরপর তারা পিটিআইয়েই আছেন এবং থাকবেন।

পিটিআই নেতা ফারুখ হাবিব এলাহীর গ্রেফতারকে ‘প্রতিশোধের অংশ’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৯ মে দলের প্রধান ইমরান খান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে দলটিরে নেতাদের ধরপাকড় শুরু হয়। বর্তমানে দলটির শীর্ষ বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে আছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com