এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২২ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, বিষয়টি জানার পর অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নিয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যালয় সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র দাস বলেন, আজ দুপুরে বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ক্লাস চলাকালীন তুলি মল্লিক নামে এক ছাত্রীর হঠাৎ হাত পা কাঁপুনি ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে অসুস্থ হয়ে পড়ে। এরপর পরই দশম শ্রেণির মঞ্জুরা খাতুন, মোহনা খাতুন, হাবিবা খাতুন, ছুম্মা খাতুন, সোহানা খাতুন, অষ্টম শ্রেণির প্রত্যাশা সরকার, ষষ্ঠ শ্রেণির তমা খাতুন, আছিয়া খাতুনসহ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় দ্রুত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিভাবকদের খবর দেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ইরিনা বলেন, প্রচণ্ড তাবদাহে এ সমস্যা দেখা দিতে পারে। তা ছাড়া মানসিক সমস্যায়ও এ ধরনের লক্ষণ দেখা দেয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com