ঢাকা : আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতা ছাড়বেন না? পার্লামেন্ট ভাঙবেন না? ফয়সালা খুব শীঘ্রই হবে। সেই আলামত দেখতে পাচ্ছি।
তিনি বলেন, ‘এই সরকারের পতন হবে। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নতুন করে গঠন করা হবে। তখন আপনারা (আওয়ামী লীগ) নির্বাচনে আসবেন কিনা সেটা চিন্তা করেন।’
শুক্রবার (২৬ মে) সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘দেশে গণতন্ত্র নাই। মানুষের কথা বলার অধিকার নাই। সাংবাদিকদের লেখার স্বাধীনতা নেই। দেশে এরকম পরিস্থিতি গত ৫০ বছরেও হয় নাই।’
তিনি বলেন, ‘তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলা গত পাঁচ বছর ধরে জেলে আটক করে রেখেছে এই সরকার। স্বাধীনতার ঘোষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিতে চায় তখন সেটা কোনো দোষ হয় না। ঢাকার মেয়র সুশীল সমাজের প্রতিনিধিদেরকে বলে উপদেশ দিতে আসলে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হবে সেটা কোনো অপরাধ হয় না। অপরাধ হয় তার প্রধানমন্ত্রী ও তার দলের বিরুদ্ধে বিরোধীদলের কোনো নেতাকর্মী যদি সমালোচনা করে।’
তিনি বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু সাতক্ষীরা না। সারা বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মানুষের কথা বলার অধিকার ফিরে পাবে। আমাদের নেত্রী বের হবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে আসবেন।’
পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে ৯৫ ভাগ ভালো। পাঁচ ভাগ হয়তো খারাপ। এই পাঁচ ভাগ ওই ৯৫ ভাগকে খারাপ বানানোর চেষ্টা করছে। আর এইসব নষ্ট করেছে এই সরকার।’
সাবেক সংসদ সদস্য বলেন, ‘আমেরিকা ভিসা নীতি করেছে। যারা প্রশাসনে আছে পুলিশে আছে ভাইয়েরা, এটা বিএনপির কথা নয়। এটা আমেরিকার কথা। আম ছালা দুটোই যাবে কিন্তু। আমেরিকায় স্ত্রী ছেলে মেয়ে পাঠিয়েছেন। টাকা পাঠিয়েছেন। যখন এই ভিসা নীতির মধ্যে পড়বেন তখন তারা আসতে পারবে, টাকা আনতে পারবে না। সেই টাকা ওই দেশে সরকার নিয়ে নিবে। আমরা আপনাদের শত্রু না। কথাগুলো একটু ভেবে দেখেন।’
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘এই দেশটা তো শুধু আমাদের একার না। এই দেশটা আপনাদেরও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আপনাদের পুলিশ যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে। তাই এই দেশটাকে বাঁচানোর জন্য আপনাদেরও ভূমিকা থাকা দরকার।’
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের নেতা, আমাদের পার্টি যে নির্দেশনা দিবে সে অনুযায়ী কাজ করবো, আন্দোলন করবো, রাস্তায় নামবো এবং এই সরকারের পতন ঘটাবো।’
সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল আলিম চেয়ারম্যান সঞ্চালনায় জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য কাজী আলাউদ্দীন, ডা. শহীদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায় প্রমুখ।