জনপ্রিয়তা কমেছে মোদির, বেড়েছে রাহুলের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশটির জনগণ দিনকে দিন আস্থা হারাচ্ছে। অপরদিকে জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর। তবে মোদির জনপ্রিয়তা কমেলেও টানা তৃতীয়বারের মতো মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন বেশিরভাগ মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং লোক-নীতি কেন্দ্রের চালানো একটি যৌথ জনমত জরিপে ওঠে এসেছে এ তথ্য।

সমীক্ষা অনুযায়ী, ২০২৩ সালের নতুন জরিপে অংশ নেয়াদের মধ্যে ৪৩ শতাংশ মোদিকে পছন্দ করেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছেন ২৭ শতাংশ মানুষ। এর আগে ২০১৯ সালে একই রকম জরিপ চালিয়েছিল এনডিটিভি। ওই বছর দেখা গিয়েছিল ৪৪ শতাংশ মানুষ বলেছিলেন তাদের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ হলেন মোদি এবং তারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এর মানে তার জনপ্রিয়তা কমেছে ১ শতাংশ।

অপরদিকে, ২০১৯ সালে রাহুলকে ২৪ শতাংশ মানুষ প্রিয় নেতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেটি এ বছর বেড়ে ২৭ শতাংশে উঠেছে।

এদিকে, রাহুল গান্ধী ছাড়াও মোদির প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ শতাংশ জনপ্রিয়তা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নাম। অখিলেশ যাদবকে পছন্দ করেন ৫ শতাংশ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন মাত্র ৪ শতাংশ মানুষ।

অন্যদিকে, ৯ শতাংশ ভারতবাসী বলেছেন কেউ মোদিকে চ্যালেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ রাহুল গান্ধীই হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চ্যালেঞ্জার। জরিপে অংশ নেয়া ৪৩ শতাংশই বলেছেন তারা চান বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তৃতীয়বারের মতো ক্ষমতায় আসুক। অপরদিকে ৩৮ শতাংশ এর বিরোধীতা করেছে। জরিপে অংশ নেয়াদের মধ্যে ৪০ শতাংশ বলেছেন, যদি আজ ভোট হয় তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন। আর ২৯ শতাংশ বলেছেন তারা কংগ্রেসকে ভোট দেবেন।

এ ছাড়া মোদির বিজেপির ভোটের শেয়ার ৩৭ শতাংশ থেকে ৩৯ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া কংগ্রেসের ভোটের শেয়ার ১৯ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশে উঠেছে।

জরিপে একটি প্রশ্ন রাখা হয় কেন আপনি মোদিকে পছন্দ করেন? এই প্রশ্নের উত্তরে ২৫ শতাংশ জানান, মোদিকে ভালো লাগে তার বক্তব্য দেয়ার দক্ষতার জন্য। এছাড়া ২০ শতাংশের ভালো লাগে উন্নয়নের জন্য, ১৩ শতাংশের ভালো লাগে কঠোর পরিশ্রমের জন্য, ১৩ শতাংশের ভালো লাগে অসাধারণ প্রতিভার জন্য, ১১ শতাংশের ভালো লাগে নীতির জন্য এবং ১৫ শতাংশের ভালো লাগে অন্যান্য কারণে। এই প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি বাকি ৩ শতাংশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com