গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, আহত ৩

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে একজন ঠিকাদার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরের ভাঙ্গাপু‌লের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ পরিদর্শক (এসআই) সজীব মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।

এসআই সজীব মন্ডল জানান, নিহত ঠিকাদার লিটু ফকির তার ভেকু (এক্স‌ভেটর) নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-৪৫৩৫) পিছন দিক থেকে ভেকুটিকে ধাক্কা দেয়।

এতে ঠিকাদার লিটু ফকির ঘটনাস্থলে নিহত ও অপর তিনজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে।

পরে নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরও করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com