যুক্তরাজ্যের ১৬ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী নেওয়া বন্ধ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

যুক্তরাজ্য: অনিয়‌মিত উপ‌স্থিতি, পরীক্ষায় অংশ না নেওয়াসহ নানা কার‌ণে বাংলা‌দেশ থে‌কে শিক্ষার্থী নেওয়া বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে যুক্তরা‌জ্যের ১৬টি বিশ্বদ্যালয়।

ভর্তি ইচ্ছ‌ুক শিক্ষার্থী ও এজে‌ন্সিগু‌লো‌কে এই ১৬টি বিশ্ববিদ্যালয় আনুষ্ঠা‌নিকভা‌বে বাংলা‌দেশ থে‌কে শিক্ষার্থী না নেওয়ার কথা জা‌নি‌য়ে‌ছে।

শিক্ষার্থী না নেওয়ার ঘোষণা‌কে বাংলা‌দে‌শের জন্য দুঃসংবাদ ম‌নে কর‌ছেন বাংলা‌দেশ ও যুক্তরা‌জ্যের এজেন্সি সং‌শ্লিষ্টরা।

সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা যায়, যুক্তরা‌জ্যের স্টা‌ডি গ্রুপ, রা‌সেল গ্রুপ, না‌ভিটাস, অক্স‌ফোর্ড, ইনটু গ্রুপসহ বি‌ভিন্ন গ্রু‌পের অধী‌নে উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় র‌য়ে‌ছে। এর ম‌ধ্যে এশিয়ার দেশগু‌লো থে‌কে অধিকাংশ শিক্ষা‌র্থী স্টা‌ডি গ্রুপ, অক্স‌ফোর্ড গ্রুপ, ইনটু গ্রুপ, না‌ভিটাস গ্রু‌পের ম‌াধ্যমে আসেন। বাংলা‌দে‌শের শিক্ষা‌র্থী‌রাও এসব গ্রু‌পের মাধ্যমে শিক্ষার্থী ভিসায় যুক্তরা‌জ্যে এসেছেন।

বাংলা‌দেশ থে‌কে আসা কিছু সংখ্যক শিক্ষার্থীর বিরু‌দ্ধে প্রথম থে‌কেই অভি‌যোগ ছিল বিশ্ববিদ্যালয়ে নিয়‌মিত উপ‌স্থিত না হওয়া ও প‌রীক্ষায় অংশ নেওয়ার। এছাড়া অনেকের বিরু‌দ্ধে শিক্ষাজীবন শুরু করার আগেই দেশ ত্যাগ, ভিসা বদ‌ল, রাজ‌নৈ‌তিক আশ্রয়ের আবেদন করারও অভিযোগ ছিল। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজেন্ট‌দের চি‌ঠি দি‌য়ে সুরাহা কর‌তে পা‌রে‌নি। উ‌ল্টো এজেন্সি কর্মকর্তার‌া শিক্ষার্থী‌দের অবস্থানই নি‌শ্চিত কর‌তে পা‌রেনি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়। এ ছাড়া রে‌টিং সমস্যায়ও প‌ড়ে‌ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় মাস ছ‌য়েক আগে ঘোষণা না দি‌য়ে লন্ড‌নের এক‌টি বিশ্ববিদ্যালয় সি‌লে‌টের দু‌টিসহ বাংলা‌দে‌শের ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়া বন্ধ ক‌রে দেয়।

সম্প্রতি স্টা‌ডি গ্রু‌পের ১৩টি বিশ্ববিদ্যালয়সহ ১৬টি বিশ্ববিদ্যালয় বাংলা‌দে‌শের ব্যাপা‌রে ক‌ঠিন অবস্থান নেয়। চল‌তি সপ্তাহ থে‌কে কার্ডিফ ইউনিভার্সিটি, ডারহাম ইউনিভার্সিটি, কিংস্টন ইউনিভার্সিটি, ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, লিডস ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার, লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি, রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অব লন্ডন, টিসাইড ইউনিভার্সিটি, শেফিল্ড ইউনিভার্সিটি, অ্যাবারডিন ইউনিভার্সিটি, হাডার্সফিল্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড লন্ডন, স্ট্র্যাথক্লাইড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সারে, সাসেক্স ইউনিভার্সিটি, ক‌ভে‌ন্টি ইউনিভার্সিটি বাংলা‌দেশ থে‌কে শিক্ষার্থী না নেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। বিষয়‌টি তারা শিক্ষার্থী ও এজেন্সিগু‌লো‌কে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে। হঠাৎ ক‌রে এমন ঘোষণা দেওয়ায় বাংলা‌দেশ থেকে যুক্তরা‌জ্যে আস‌তে ইচ্ছুক শিক্ষার্থীরা বিপা‌কে প‌ড়ে‌ছেন।

এজে‌ন্সি সং‌শ্লিষ্টরা জানান, যারা ইন্টার‌ভিউয়ে পাস ক‌রেছেন, টাকা জমা দি‌য়ে‌ছেন এবং অ্যা‌ম্বাসি‌তে ভিসার আবেদন ক‌রে‌ছেন তা‌দের বিশ্ববিদ্যালয় থে‌কে ই-মেই‌ল দি‌য়ে বলা হ‌চ্ছে আবেদন প্রত্যাহার কর‌তে। সঙ্গে টাকা ফেরত নেওয়ারও আবেদন কর‌তে। বিশ্ববিদ্যালয়গু‌লো‌তে থে‌কে বলা হ‌য়ে‌ছে নতুন ক‌রে কেউ আর ভিসা পা‌বেন না। জমা দেওয়া পু‌রো টাকা ফেরত পা‌বেন শিক্ষার্থীরা।

লন্ড‌নের এসএ এক্স‌প্রেস’র প‌রিচালক আনিসুর রহমান ব‌লেন, স্টা‌ডি গ্রু‌পের ১৩টিসহ ১৬টি বিশ্ববিদ্যালয় বাংলা‌দেশ থে‌কে আর কোনো শিক্ষার্থী নে‌বে না ব‌লে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে। ফ‌লে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া‌শোনার জন্য আর কোনো বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পা‌বেন না। এর মূল কারণ হ‌চ্ছে অনিয়মিত উপ‌স্থি‌তি, প‌রীক্ষায় অংশ না নেওয়া, একা‌ডে‌মিক কার্যক্রমে অংশ না নেওয়া। এজে‌ন্সি হি‌সে‌বে আমরাও চা‌পে আছি।

‌তি‌নি ব‌লেন, অনেক শিক্ষার্থী রাজ‌নৈতিক আশ্রয় চায়, ওয়ার্ক পার‌মি‌টে ভিসা সুইচ ক‌রে, কিন্তু আমা‌দের জানায় না। বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত হ‌লে কর্তৃপক্ষ আমা‌দের স‌ঙ্গে যোগা‌যোগ করে তা‌দের বিষ‌য়ে। আমরা তা‌দের শিক্ষার্থীদের বর্তমান অবস্থান সম্প‌র্কে কোনো তথ্য দি‌তে পা‌রি না।

যুক্তরা‌জ্যের লুটন টাউনের বা‌সিন্দা মাহবুবুল ক‌রিম সু‌য়েদ ব‌লেন, বিষয়‌টি দুঃখজনক, কিছু সংখ্যাক শিক্ষার্থীর কার‌ণে অন্যদের সমস্যায় পড়‌তে হ‌চ্ছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com